আকাশে তুলির স্পর্শে,
ঢেকে যায় অন্ধকারে..
মাঝে মাঝে দেখা দেই সূর্য;
বেরিয়ে আসে.. আড়াল থেকে।
তারপর, রঙ করা ঘর খানি,
ভিজে যায় বৃষ্টি তে।


জানালা দিয়ে তাকাতেই,
বাইরে দৃষ্টি যায়, চেনা ছাতার দিকে।
আর ওই ঘাড়ের ব্যাগ খানি,
বৃষ্টি তে ভিজে হয়ে গেছে সেঁতসেঁতে।


করলেও ইচ্ছা, পারিনা আর তাকাতে,
পাছে, কিছু যদি মনে পড়ে.।
জানি নে ওকে নিয়ে ভাবি কিনা আর,
সেই আগের মত করে।


তার পর সব কেমন ঝাপসা হয়ে ওঠে।
উঠে যেতে চায় কল্পনার জল রাশি থেকে.,
পারি নে, ইচ্ছে করে,
ঘন ঘন ডুব দিতে।


পরে টের পাই,
ট্রে তে রাখা জলে খাতা ভিজে গেছে।
রঙে গেছে বিছানা..
তুলির রঙে।