এই গভীর আহ্ববান মনের মাঝে বাসা বুনেছে,
কি বলে , কি দিয়ে জানাবো তোমায় স্বাগতম এই সুন্দর বসুন্ধরাতে ।
এই হৃদয় মাঝারে কম্পিত ভয়,
কি দিবো কি দিবো না তাতে তোমার অসস্তি হয় ।  
মোদের পরানে আনন্দের বায়ু বসেছে, নিবিড় বেদনায় হাজারো প্রশ্ন জেগেছে ।
মোদের এই ধরণীকে বুঝিতে না বুঝিতে তোমার আগমনের তরী তুলেছে পাল,
এই বাহিরভুবনে যেন বাজছে ধ্বনি নূতনের জয়গান ।
হয়তো সময় এসেছে নিজেকে ভুলিয়ে, হৃদয় দ্বার খুলিয়ে, তোমার তরীর জয়গানের পথে,
বিড়ম্বিত এই তীরে, কুন্ঠিত জীবনে, না পারার যত ব্যর্থতা, দিতে চাই তোমার হাতে ।  
সৌরভময়, উজ্জ্বল করবে আমার ক্লান্তি ভরা পথের অন্তি,
আমাদের এই আনন্দ মধুর হয়ে, সকল আঁধারে আলোকিত করো, হে অতিথি ।