আঁধারে ডুবে গেছে আমার সরল জীবনের চঞ্চলতা।
দিন তো ফুরচ্ছে আমার সচল , চঞ্চল , আলোর সেই দিনগুলো  ফিরে পাবার ব্যাকুলতা।
এমন আঁধার, ছায়ার কালো ভারে তোমায় দেখি না, না বলা অনেক কথা বলতে তোমায় পারিনা।


কেন জানি এক অদৃশ্য দেওয়ালের কঠিন শক্তি বাড়ছে , দুরন্ত কাল মানুষ আজ নিয়ে বয়ে চলছে।
আমি মানুষ, হৃদয় আছে বলে তোমার পাশে বসে, দুটি কথা বলার ইচ্ছে আমার জাগে।
খুঁড়ে খুঁড়ে ক্ষয় হচ্ছে হৃদয়ের স্পন্ধন, আঁধার আলোর এক ভিন্ন খেলায় জীবনে শুধু দেখি বিষাদ, হতাশার রন্ধন।


মানবসভতার এই মলিন, অনাকাঙ্খিত জীবনে স্পষ্ট এই হাওয়ায় গন্ধে,
তবু কেন হিংসা,বিদ্ধেষ, অত্যাচার, নিপীড়ণ, জয়, পরাজয় বেঁচে আছে আমাদের রন্ধে রন্ধে।
পারিনা বলতে তোমায় অনেক কথা, তুমি শুনবে কি?