কত দিবসের স্মৃতি জাগ্রত হয় মনে
আসে তারি কথা সংগোপনে,
আমি ভুলিতে না পারি তাহারে।
মম চিত্ত মাঝে সে ছিল,
শুকনো পুষ্পর মাল্য গেঁথে।
স্বপন মধ্যে তাহারে হেরি
আসেনি সে বসেনি মোর পার্শে।
আমি হেরি তাহারে-
সে কী হেরে মোরে?
বসুধায়ে স্বপন বিলায়ে-
আছি নিথর হয়ে।
জিগর ক্রন্দন করে,
তাহারে পাবো বলে।
সে আর আসিবে না ফিরে
কী হবে তাহারে মনে রেখে?
যাও ভ্রমে যাও
মোরে রাখিও না স্মরণে।