এক অমানিশায় কলির কৃষ্ণ কে
ফিরিয়ে ছিলো একালের রাই.
তারপর বহুবার বেজেছে বাঁশি..
কদমতলা, যমুনা, গ্রীষ্মে - শীতে
কতো কুঞ্জবনে.
জেদ ছাড়েনি রাধিকা,
বহু জনমের এই অবহেলা
এ জনমে আর না.


ফাগুন আসলো বাসন্তী ওরনা জরিয়ে,
কোকিল ডাকলো প্রেমের গান গেয়ে,
সখীরা ভিজল ফাগের লালির
সোহাগে.
আজতো বাজেনা আর বাঁশি
যমুনার ঢেউ এর তালে তালে!
মুরলি আজ বাস্ত অন্যদেশে
নতুন করে কাউকে ভালোবেসে.
রাধিকা শুধুই অতীত তার কাছে,
সুদর্শনা ভালো যে আজ বাসে.
ফাগুন লাগালো আগুন রাই এর মনে
মরীচিকা তার শূন্য মনের কোনে.


এজনমেও আবার হারলো রাধা
প্রেমের ব্যাধি চিরকালের বাধা.
হারতে তোর এতো ভালোলাগে?
প্রতিশোধ তবে কেনো মনেতে জাগে?
ভিখারিনি আজ ঘিুরস দারে দারে
প্রতিজনমে রাধারাই যে হারে.........