তোমার কোমল সোনার আলো
পড়ে আছে পাশের বাড়ির রংচটা
কমলা দেওয়ালে.
তোমার ছোঁয়ায় ওর কালো
দাগগুলোও
তৈরি করেছে অপূর্ব সব নকশা.
একটু পরেই চলেযাবে তুমি
তারপর সব কালো.
কিন্তু আমার ভয় লাগছেনা
জানি আবার আসবে কাল
কোমল ছোঁয়া দিতে.
মাঝখানে আবার পোড়াবে আমায়.
পুড়ব আমি তোমার সচ্ছ আগুনে.
পুড়ে হবো খাঁটি সোনা.
মেঘ যদি ঢাকে তোমায়
সরিয়ে দেব ইচ্ছে দিয়ে.
সোনা হওয়ার বড্ড যে শখ
মা ডাকবে সোনার মেয়ে.