..................
তোমার জন্য চাঁদ আনব
এতো গল্প কথা.
তোমার জন্যই বেঁচে আছি
উচু আছে মাথা.
সূর্য ওঠা ভোরে তুমি
ঘুম ভাঙানো পাখি,
তপ্ত দুপুর আড়াল করো
চাদর দিয়ে ঢাকি.
সূর্য যখন পাড়ি জমায়
অন্য কোনো দেশে
নরম আলোয় ক্লান্তি মোছাও
তুমিই তো ভালোবেসে .
রাতের বেলা ঘুম ছাড়াও
ছুঁইয়ে সোনারকাঠি,
তোমার স্বপ্ন জাগায় আমায়
ভোরবেলাতে উঠি.
যুেদ্ধ তুমি আমার
শান দেওয়া তলোয়ার .
ঝনঝন করে বাজছে দেখো
ভয়নেই কোনো আর.
তোমার মুখে ফোটাবই হাসি
অপেক্ষাতে আছি.
তোমার জন্য হারার পরেও
লড়ার জন্য বাঁচি.
ঐ দেখমা চাঁদ উঠেছে
কেটেযাচ্ছে আঁধার.
কাল সকালে উঠবে সূর্য
চোখ মোছো তুমি এবার.
যখন দেখবে চাঁদ যাচ্ছে
পশ্চিমেতে ঢলে.....
বিজয় পতাকা উঠবে তখন
ফিরবো তোমার কোলে.
ভাবছো বুঝি সালমা আজ
হলো কি কোনো কবি ?
হতেচাই আমি শুধুই তোমার
মনের প্রতিচ্ছবি.