সেদিন উত্তপ্তক্ষণে প্ল্যাকার্ড হাতের যুবকেরা
ইসরাফিলের বাঁশিতে সুর তুলেছিল
সে সুরের মূর্ছনায় কেঁপে কেঁপে উঠেছিল বিষাক্ত বাতাস ।
বায়ুর তীব্রতা গিয়ে বিঁধেছিল পাষন্ড আত্মায়
তীব্রতার রেশ ধরে এসেছিল নারকীয়-বর্বর ঘোষণা ।
বন্দুকের বিস্ফোরণে গুলিবিদ্ধ যুবকের বুকে
বয়েছিল রক্ত-গঙ্গা!
স্রোতের মিছিল ছিল রক্তকণিকায়!
গড়েছিল ইতিহাস ।
আর বিশ্ব দেখেছিল-
একবিংশ দিবসে লাল ধূসর আকাশ ।