তোমাকে দেখার পর,
টর্নেডো স্বরুপ ঝড় বয়ে গেল হৃদয় প্রকোষ্ঠে
বল্গাহারা হরিণের ন্যায়-
শিরায় শিরায় ঝড় তোলে রক্তকণিকারা,
ছুটে চলে এপার-ওপার!


তোমার অবাধ্য চুল মেঘের পালকের মতোন;
আমার হৃদয়াকাশে উড়ে উড়ে চলে-
আমি, হন্তদন্ত হয়ে ছুটে চলি পিছনে তোমার ।
অর্ধচন্দ্রের মতন বাকা ঠোঁটে, হাসির ঝলক-
জ্যোছনা ছড়ায় বিশ্বময় ।
আমি, স্নান করি সেই ব্যাপৃত জোয়ারে!


কৃষ্ণবর্ণ চক্ষুকর্ণ নক্ষত্র রুপে জোজল্যমান
রঞ্জন রশ্মির ন্যায় তীর ঠুকে যাযাবর বুকে ।
বামের অলিন্দে বিঁধে সেই ক্ষেপনাস্ত্র!
ছিন্নভিন্ন হয়ে যায় ধ্বসে পড়া ভবনের মত,
তবু, বিধ্বস্ত হৃদয়ে ঢিব ঢিব শব্দ তোলে ধ্বনিময় হাসি!
সেই হাসির সুবাস ঢেউ তোলে সারা অঙ্গ জুড়ে,
আমি ভাসি শুন্যলোকে!