জীবনের মেঠো পথ গুটি গুটি পায়ে
এগিয়ে চলেছি বহুদিন ।
সীমান্তবর্তী সময়ে অসহায় প্রাণ কাঁদে অবাক বিস্ময়ে!
কোন সে অমোঘ টানে পরিপক্ব মন বাঁশ বনে যেতে চাই!
এখানে রয়েছে কত নিকট আত্মীয় আরও প্রেয়সীপ্রবর
আছে কত ভালবাসা, ভাললাগা ঘর!
রয়েছে কতক দুরাশায় পরিবেষ্টিত হুঙ্কার!


এখানে রয়েছি আমি কারো নয়নের মণি; চক্ষুশূল কারো!
চলার সম্মুখে কেউ-
বিছিয়ে দিয়েছে কাঁটা! কেউ ফের ফুলেল কানন!
ভাগ্য বেশ সুপ্রসন্ন-
কয়েনের মত করে দেখা হল জীবনের এপিঠ ওপিট!


জীবনের অপরাহ্নে মন আজ বড্ড উদাসীন-
স্বস্তি খোঁজে পথে পথে!
তবু কি পেয়েছি কিছু স্বর্গের মতন?
হলেও হতেও পারে অঘটন কিছু-
বাঁশ বনে যেতে যেতে ছোট ঘর দেখে!
20/06/2014