একটি ব্যর্থ সনেট.....


মিলবিন্যাসঃ কখকখকখখক গঘগঘগঘ


বহুবিধ নীতিমালা কুঁড়িয়ে কুঁড়িয়ে
সহজে সেজেছে সে যে বিবেকের রাজা
ছলনার মায়াজালে বিবেক বিঁধিয়ে
শাসন করেছে শুধু অর্থহীন প্রজা!
যেখানে পেয়েছে যেটা বুকেতে জড়িয়ে
নীরবে বলেছে শুধু সবি হল সোজা
নেই কোন প্রয়োজন শুদ্ধ পথ খোঁজা?
এখানে রয়েছে বহু যাবেনা হারিয়ে!


পেরেছে কি দিতে কভু শান্তিময় কিছু?
অযথা করেছে শুধু তীব্র আস্ফালন
দুই হাত শুন্য তার, নেই কিছু-মিছু
দিনে রাতে করে গেছে শুধু প্রহসন?
সকল মানব শোন ছেড়ে তার পিছু
নিজের ভুবন করো কমল কানন!


20/07/2014