আধফালি চাঁদ সন্ধ্যারাতের আকাশে
তারার সাথে খিলখিলিয়ে যা হাসে!
চাঁদ আর তারা মিলেমিশে খুনসুটি
ছুটল ধরায় জ্যোছনালোকের চুন ছুটি!
সফেদ আগুন জ্বলছে যেন জমিনে
তীরের মত বন-জঙ্গলের গহীনে ।
আকাশ যেন হাতে নিয়ে আলোকে
রঙ ছড়াল সুখ পায়রার পালকে!
চাঁদকে ঘিরে বৃত্তাকারে রঙধনু
শুভ্র রঙে আকাশটা আজ সঙ তনু!
কার হাতেবা সৃষ্টি হল এত রুপ?
মনের মাঝে নিত্য যে তাই পোড়ে ধূপ!
আল্লা তা'লা অসীম যিনি ক্ষমতার
তারই হাতে সৃষ্টি সবই সমতার!