স্মৃতি শুধু পিছু ডাকে, আমিতো যাব না
অমোঘ ঝরনার জল বয়ে যায় মিহি পথে, আমিতো যাব না ।
ঘোলাটে আকাশ কাঁদে ফোঁটা ফোঁটা জলে
দেখ তুমি, দেখে সবে!


বর্ণহীন আকাশেরও ঝরে কত বেদনার জল
শুধু তার নেই কোন দর্শণার্থী, সাক্ষী বা প্রমাণ!
এ বুকে জলের স্রোত তেমনি গড়ায় ।


যে কোর্ট জানেনা সাম্য "হোক তার যোগ্য মুণ্ডুপাত"
দু'ফোঁটা চোখের জল রেখে দেব বর্ণহীন । তবু-
স্মৃতিরা ডাকুক পিছু, আমিতো যাবনা!
24/03/2014
10:35PM