১ /
রক্ত যাদের ঘাম হয়ে যায় দিন ও রাতের পরিশ্রমে,
তাদের জীবন যায় কি ভরে পূর্ণতাতে ক্রমে ক্রমে?
নিত্যদিনই নির্যাতিত শ্রমিক যারা
আশার বাণী শুনেই কেবল হচ্ছে সারা
বিশ্ব আইন পড়ে আছে ছল চাতুরীর নিঠুর ভ্রমে!
15/05/2015
08:21PM
২/
কাব্য লিখে জয় যদি হয় কলুষতার,
কবেই তবে জয় হত যে মানবতার!
কাব্যগুলোই আসল পাজি
করছে শুধু ধাপ্পাবাজি
ধাপ্পা লিখে নেই তো কোন সুখ-অবতার!
19/05/2015
08:44PM