কবিতার নাম: আবার ফিরবে কবে?
কবি কনক প্রভা বকসী


করোনার আগমনে সাবেক বাজার
ছিন্ন করে চলে গেছে খোলা মাঠে
খোলা মাঠে ক্রেতা বিক্রেতার অনেক!!
ভোগান্তি আষাঢ়ের বৃষ্টিতে জলাবদ্ধতা
পিচ্ছিল কাদাযুক্ত নাই কোন ছাউনি।
রৌদ্রতাপ... কতই আর ছাতায় রক্ষা করে
করোনার কারণে অন্যত্র বদলি হয়ে
চলে গেছে অফিসের কর্মকর্তা-কর্মচারী মতন
এখন দেখা যাচ্ছে বাজারের বদলি
প্রথা এসে গেছে।।
আর কত দেখতে হবে দুনিয়ার রদবদল!!
সবাই অপেক্ষার প্রহর গুনছে...
কবে আবার ফিরবে নিজের বাসস্থানে?
ক্রেতা বিক্রেতা উভয় শান্তি পাবে..!!
চাচ্ছে অতি তাড়াতাড়ি বাজার
ফিরে আসুক নিজ আঙ্গিনায়।।