আছে নীরবে নীরবে..
কবি কনক প্রভা বকসী


মহামারী প্রকোপের কোন উন্নতি নাই
ঘায়েল করেই যাচ্ছে...থামছে না
ভাবছে ভুক্তভোগীরা...আজ যাবে কাল যাবে;
যাওয়ার কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না।


কয়েকমাস গত হয়েছে মনে হচ্ছে
সব নীরব হয়েছে...হচ্ছে না,
ইঁদুর একটি মানুষের বড় শত্রু,
মানুষের আড়ালে আড়ালে থেকে..!!
সব বিনষ্ট করে ফসল খেয়ে তছনছ।


বাড়ির জিনিসপত্র তছনছ
যেন নীরবে করে যায়,
এই মহামারী ইঁদুরের হাল ধরেছে;
কুটকুট করে কাটতেই আছে।


শত্রু পিছে লেগে থাকলে
বিনাশ করা কঠিন,
ইঁদুর সম্বন্ধে হ্যামিলিয়নের একটি
গল্প সবার জানা আছে;
ক্ষুদ্র কীটরা এত বড় ধূর্তবাজ হয়।


যা মানুষ পারে না
প্রতিকার করে যেতে হবে..!!
নীরব হয়ে থাকলে চলবে না।


রচনাকাল: ৩১-০৮-২০২০
সময়: বিকাল ৫:৩৫
দিনাজপুর ‌