আশ্বিন মাস
কবি কনক প্রভা বকসী


শেষ হলো ভাদ্র,
এসে গেল আশ্বিন;
৩০ দিন থেকে আশ্বিন চলে যাবে
আসবে আবার একটি বছর পর।


আশ্বিন সাথে আনে "শারদীয় পূজা"
নাম তার "শারদীয় দুর্গাপূজা"
শরৎ ঋতুর পূজা শারদীয় নামে পরিচিত;
কৈলাস থেকে বাপের বাড়ি আসবে মর্ত্যধামে ।


আনবে সাথে স্বামী শিব ভোলা মহেশ্বর
আরো থাকবে দুই ছেলে, দুই মেয়ে
কার্তিক গণেশ লক্ষী স্বরস্বতী
হিমেল হিমেল বাতাস বহিবে
আমন ধানের ক্ষেতে...!!


কৃষক‌ হাসবে মুচকি হাসি,
ভাববে আর দুইমাস পর
ধান আনবো ঘরে..!!
ভরবে গোলা ধানে ধানে।


নতুন ধানের পিঠা মুখটি ডুবিয়ে যাবে
শীতের পিঠা খেতে মজা
স্থায়ী হয়ে থাকে না কেন..?
কেন চলে যায়..?
আবার অপেক্ষা বছর ধরে ।


তাই আর ভালো লাগেনা
ফিরবে তো আবার ক্ষতি নেই তাতে
অপেক্ষা কেবল কয়টি মাস পর,
আবার খাবো মন ভরে..!!
কোনদিন ও শেষ হবেনা
এই পিঠে পার্বণ অনুষ্ঠান।


রচনা কাল: ১৭-০৯-২০২০
সময়: বিকেল ৫:৩০
দিনাজপুর।