আসতে হলো এই পথে
কবি কনক প্রভা বকসী


বাড়িঘর বিলীন হয়েছে নদনদীর
গ্রাসে..এখন পথেই আমার বাড়ি,
পথচারী যাবে যখন..!!
দয়াবান পথচারী হাতে দিলে কিছু,
জমা হবে তিলে তিলে;
গড়বো নতুন বাড়ি।
আশা করে বসে আছি,
এমনি ভাবেই কেটে যাবে;
হুকুম হলে সবই হবে।
চিন্তার কিছুই নাই...!!
ভেবে ভেবে মনটাকে,
উজার করিয়ে দেওয়া,
তাই এসেছি পথের ধারে;
বোঝা বোঝা ভাবনা মনের ভিতরে,
দিতে চাই না ঠাঁই..!!
কেটে যাক সকল বিপদ
ফিরতে যেন পারি নতুন বাড়িতে।


রচনা কাল: ০৩-০৮-২০২০
সময়: দুপুর ৩:০০
দিনাজপুর