বাঁচা হলো না
কবি কনক প্রভা বকসী


অসুস্থ হলে চিকিৎসকের কাছে
গিয়েছিলেন মা মেয়ে
আসার পথে বাসচাপায় মা-মেয়ে
ঘটনাস্থলেই জীবনহারান।


এমন করুণ মৃত্যু স্বজনকে
যেমন ব্যথিত করেছে..!!
পথিকেরা চোখের জল ধরে রাখতে পারেনি
চিকিৎসা করে জীবনটা সুস্থ করতে চেয়ে ছিলেন।


সঙ্গে স্বামী এ মৃত্যু দেখে হতবাক
কি করবেন কী সান্তনা আছে..?
পৃথিবীতে মর্মান্তিক অনেক কিছু হতেই থাকে
তার শেষ নাই ।


সারাজীবন আপনজনের জীবনটা
কুরে কুরে খাবে..!!
কখনো ব্যথিত কখনো স্বাভাবিক
কখনো দুচোখ বেয়ে চোখের অশ্রু
বেয়ে পড়বে।


কত জানা অজানা
কথা মনে পড়বে
সব যেন নিজের মনের ভিতরে
গুমড়ে গুমড়ে উঠবে।।


রচনা কাল: ২৩-০৯-২০২০
সময়: সকাল ১১:১৫ মিনিট
দিনাজপুর।