বাঘ বিধবা
কবি কনক প্রভা বকসী


বাঘ খেয়েছে ঘরের স্বামী,নাম হয়েছে বাঘ বিধবা
সুন্দরবনের জেলে পল্লীর বাসিন্দারা,মাছ শিকারে যায়.!!
কারো জীবন বাঁচে,কারো জীবন বাঘে খেয়ে ফেলে
কর্ম তাদের মাছ শিকার,যেতে হবে মাছ শিকারে।।


যতই করুক বাঘের ভয়,সাহস সাথে নিয়ে
ছুটে চলে কর্মক্ষেত্রে,ঘরে রেখে যায় নব বধু
রোজগার করতে জীবন হারায়
হয় তখন ঘরের বধু বাঘ বিধবা।।


এমনি করে বছর বছর,জমা হয় সারিসারি বাঘ বিধবা
প্রতি বছর ২৯শে জুলাই বিশ্ব বাঘ দিবসে
মনে করায় দেয়,ওদের কষ্টগাঁথা দিনগুলি
কেউ দেখেনি সন্তানের মুখ,বাঘে খেয়েছে।।


কে রেখে চলে গেছে,একটি শিশু সন্তান
হরেক রকম বাঘে খাওয়া,ব্যক্তির বর্ণনা স্থান পাবে
এই হিংস্র প্রাণীর কথা বলতে গিয়ে
স্বামীহারা নারীরা‌ কেবল চোখের জলে ভাসে।।


নাই তাদের সচল সংসার
স্বামী তাদের চলে গেছে হিংস্র প্রাণীর পেটে
এখন তাদের কি হবে..কে চালাবে ভরণপোষণ..?
হতদরিদ্র পিতা-মাতা,কেমনে রাখবে আঁকড়ে ধরে।।