আমি মাঝি নৌকার মাঝি
নৌকা বয়ে খায়
নদীর ঘাটে নৌকা বাঁধা থাকে
লোক আসলে পার করি,
নদীর ওপারেতে।


এপার থেকে ওপার
ওপার থেকে এপার
এটাই মাঝির কাজ
নৌকা বেয়ে পেয়ে থাকি।


সামান্য অর্থ কড়ি
এতে আমার কি হয়..?
চলে নাতো সংসারের ও ঘানি
মাঝির ঘরে জন্ম নিয়ে,
হয়েছি আমি নৌকার মাঝি।


পেশা মোদের নৌকা ঠেলা
নৌকা ঠেলতে হয়
এতে আর ভরছে না পেট..!!
কষ্টে কাটে দিন।


পিতা-মাতা তারা ও কষ্টে
দিন পার করেছে
সন্তানকে বিদ্যা শিক্ষা দিতে পারেনি..!!
কি করি আর..?
মেঘনা যমুনা সাক্ষী রেখে,
বেয়ে যায় নৌকা খানি।।


রচনা কাল: ১০-০৮-২০
সময়: সকাল ১০:০০ টায়
দিনাজপুর।