বানভাসি
কবি কনক প্রভা বকসী


বানভাসীদের হয়না স্থায়ী ঠিকানা
যতবার বাড়িতে বান আসে
ততবার বাড়ি ভেঙে নিয়ে
সরিয়ে অন্যত্র চলে যায় ।।
আবার বান চলে যায় ঘর ভেঙ্গে এনে
আবার স্থাপন করে।


কেবল তাদের জীবনে ভাঙা ও গড়া
কবে তাদের হবে স্থায়ী ঠিকানা
ঘর কেবল ভাঙতেই থাকবে
তাদের কপালে কি আরাম আয়েশ নাই?
কখন ঘুমাবে কখন খাবে কখন যাবে উপার্জনে।।


তাদের কপালে এত দুর্ভোগ
বান আনে আকাশের কালো মেঘ
সব ভাসিয়ে করে একাকার
করার কিছুই নাই ।।


বান আসবে যাবে আসবে যাবে
এই তার কাজ..!!
তারমধ্যে বানভাসিরা যেটুকু
সুখ-শান্তি করে নিতে পারে  
সেটুকুই তাদের কপালে চাওয়া-পাওয়া।।


আর বাড়ি ঘর প্লাবিত হলে ছুটে আসে
জেলা-উপজেলা পর্যায়ের থেকে
সাহায্য সামগ্রী নিয়ে দেন বসবাসের‌ টিন
খাবার সামগ্রী এই নিয়ে বেঁচে থাকে বানভাসিরা।।


শতবর্ষী যশো রায় বলে আর বানে
বাড়ি ভাঙতে দেখতে চাই না
যে কটা দিন আছি পৃথিবীতে।।


শতবর্ষীর কথা ঈশ্বর শুনেছে
পানির উন্নয়নের পক্ষ থেকে এবার..,!!
যমুনা নদীতে বাঁধ দেওয়া হল।।


ঘুচলো তাদের মনের আশা..!!
ঘুচলো তাদের বানে ভাসার তান্ডব
ঘুচলো তাদের চিরদিনের জন্য
বাঁচার হাহাকার।।