বিষাক্ত কুড়ি
কবি কনক প্রভা বকসী


২০২০ সালের প্রতিটি ইংরেজি
মাসের দিনগুলি আজ বিষাক্ত কুড়ি,
বছরটাই কোন শান্তি নাই..!
অশান্তিতে ভরপুর।


বিষাক্ত মহামারীতে সদাসর্বদা,
বিশ্ব জুড়ে কেবল জীবন কেড়ে নিয়েই চলছে,
নাই কোন পরাজিত জিতেই যাচ্ছে;
সবাই মাসের দিকে তাকিয়ে..!!
এই মাসেই বোধহয় এই মহামারী বিলুপ্ত হবে।


হওয়ার কোন সুবাতাস বইছে না,
আরো অপেক্ষা ২০২১ যেন বিষাক্ত
বিষে পরিণত না হয়..!!
কেবল বিষাক্ত কুড়ি যেন মহামারীর;
দুর্নাম কাঁধে নিয়ে থাকে।


অন্য বছর এই অপবাদ যেন না নিতে চাই,
মহামারীটা কোন সুখের খবর না..!!
ক্ষনে ক্ষনে মৃত্যুর খবর;
জীবিত ব্যক্তির মৃত্যু তবুও অকালে।


এটা কি কেউ মেনে নিতে চায়?
নিবেই বা কেন..?
একটা উপার্জনশীল ব্যক্তিকে না;
বলেই নিয়ে যাচ্ছে.!!
গোটা পরিবারটার যেন ভরাডুবি।


তারা ওই ব্যক্তির রোজগারের জীবন ধারণ করতো,
এখন তারা খেয়ে না খেয়ে অকালে মরে যাবে,
একজনের সাথে আবার অনেক জন.!!
মৃত্যুপথে যাত্রা করে আছে।


আর মাত্র তিন মাস পর
২০২১ চলে আসছে..!!
সাদরে বরণ করতে হবে;
২০২০ এর মতো বিষাক্ত না হয়।।


রচনা কাল: ৩-৯-২০২০
সময়: দুপুর ৩: ৩০
দিনাজপুর