কবিতার নাম: বসন্তে আবির
কৃষ্ণের চরণে নিবেদনকারী
কনক প্রভা বকসী


আবির তুমি আসিতেছ
ফাগুন বসন্তের দিনে
আবির তুমি আসিতেছ
শ্রীকৃষ্ণের দোলপূর্ণিমার দিনে
উড়বে আবির আকাশেতে
হবে অনেক লাল
রঙের সাথে স্বপ্নগুলো দেবে আজ উড়াল
নানা শ্রেণীর মানুষেরা খেলবে আজ দোল
চারদিকে পরে যাবে শুধুই খুশির রোল
মাথা মুখে মেখে করবে রঙিন মুখখানি
দেবদেবতার চরণে ছিটাবে পূর্ণ আনবে ঘরে
রং মাখিয়ে রঙিন হবে
এই বসন্তের দিনে