গলায় ভেজায় ভাত
ডাল দিয়ে একটু ভাত
ডাল ভাত খেতে ভালো
সঙ্গে একটু ভাজা যেন।


ডাল হলো আদি খাবার
ভালো লাগতো আগের লোকের
নতুন মানুষ যারা ডাল
শুনলে আঁতকে উঠে।


ভাবে কিবা হলো আজি
কেমনে খাবো দুটো ভাত
মরবো বুঝি আজি
সবজি মাছ মাংস আধুনিক খাবার
পাত ভরে খেয়ে নেই।


বলে ভালো খাবার খেলাম
ডালটা খাওয়া অনেক কষ্ট
না খাই আর ডাল
ভুলে যাই আগের কথা।


ভুলে যাই দাদুর কথা
মুখের রুচি আনে
খাবারে সব শান্তি।।


তারিখ:৩০-০৭-২০২২
সময়: বিকাল ৪:০০ টায়
দিনাজপুর।