দেবী দুর্গার আশ্বিন মাসে
ষষ্ঠী তিথিতে আবির্ভাব
দেবীর এটা অকালবোধন।


অযোধ্যার রাজা দশরথের পুত্র
শ্রী রামচন্দ্র মা দুর্গাকে কৈলাস
থেকে এনে পূজা করেছিলেন।


রামের পত্নী সীতাদেবীকে
লঙ্কার রাজা রাবণ চুরি করলে
সীতা উদ্ধারের জন্য
উভয়ের মধ্যে যুদ্ধ বাঁধে।


কিছুতেই যুদ্ধে জয়ী
হতে পারছিলেন না..!
সীতাকে ও উদ্ধার করতে
পারছিলেন না।


তখন শ্রীরামচন্দ্র মা দূর্গাকে
স্মরণ করে পূজা দিলেন..!!
আশ্বিন মাস ষষ্ঠী তিথিতে।


সীতা উদ্ধার হলো,
সেই থেকে বিশ্বব্যাপী
দেবীর অকালবোধন;
পুজোটা খুব জাঁকজমক হয়ে উঠে।


দেবী বছরে দুইবার আসেন
বসন্তকালে একবার আসেন
নাম তার বাসন্তী পূজা।


বাসন্তীর মূর্তি অকাল বোধন এর মূর্তি
একই রূপে দেখানো হয়।।


রচনাকাল:১৬-১০-২০২০
সময়: রাত্রি ১২:০০ টায়
দিনাজপুর