ধেয়ে ধেয়ে আসে
কবি কনক প্রভা বকসী


কত বিপদ আর সামলাবে.?
সব যেন স্রোতের মতো ভেসে ভেসে আসে
মানুষের বোঝার শক্তি নাই
কোথা থেকে কি হয়ে যায়..?
যখন চোখের সামনে পড়ে...!!
দেখে হতভম্ব হতে হয়।
দুর্ঘটনায় জীবন দিতে হচ্ছে
বন্যার জলে জীবন হারাতে হচ্ছে।
অসৎ ব্যক্তির কবলে জীবন যাচ্ছে
পাহাড় ধসে জীবন যাচ্ছে,
কেবল জীবনের খেলা।
আর ভালো কিছুর দেখা নাই..!!
কেবল দুঃখ-বেদনায় ভরে গেছে
গোটা পৃথিবীরটা।
অনেক আরাধনায় পর যদি সুখ আসে
তাও আবার কোনো ভাগ্যদোষে...!!
সুখ ফিরে চলে যায়।
কখন যে পালায় দেখা যায় না
আছে বড় দুটি টিনের ঘর
অভাব-অনটনে বিক্রি করে
যেতে হলো ঝুপড়ি ঘরে
ভেবেছিলো জীবিত পর্যন্ত এই ঘর
দুটোতেই জীবন কাটবে।
কাটলো না সুখ ফিরিয়ে গেলো..!!
দুঃখ ডেকে এনে দিলো‌
বলিলো এই দুঃখ আপদ নিয়েই থাকো
আমি থাকতে পারলাম না
আমি খুব ভদ্র..!!
খুব আরাম আয়েশে থাকি।
আবার যদি ভালো লাগে ফিরে আসবো
দুঃখ করার কিছু নাই
ভোরে ঘুম থেকে উঠে,
হঠাৎ অবাক হতে হয়,
সুখ বলে..আমি চলে এসেছি..!!
আমাকে নিয়ে টানাটানি করে লাভ নেই,
সবাই আপন গতি আছে।


রচনাকাল: ০৯-০৮-২০২০