দীঘিতে জল না উঠায়
প্রাণ বিসর্জন দিলে
দিঘিতে জল উঠে
দিনাজপুরের রাজা রামনাথ
১৭৫০ সালে একটি দীঘি খনন করেন।
খরায় কোন জল
পাওয়া যাচ্ছিল না
কারণে এই দিঘি করার সিদ্ধান্ত নেন
১৭৫০ হতে ১৭৫৫ সাল পর্যন্ত
খনন কাজ চলতে থাকে।
কিন্তু কোন জল উঠলো না
স্বপ্নে আদেশ দেন
প্রাণ বিসর্জন দিলে জল উঠবে
নিজের ছেলের প্রাণের বিনিময়ে
দীঘিতে জল উঠলো।
নাম দিলেন রামসাগর।।


রচনা কাল: ১১-০১-২০২১
সময়: রাত্রি ১০:০০ টায়
দিনাজপুর।