কবিতার নাম: ডুবে গেলো বাড়ি
কবি কনক প্রভা বকসী


ডুবে গেলো বাড়ি
জলে ডুবলো বাড়ি ঘর
জিনিস রাখি কোথায়..?
কয়েক কিলো দূরত্বে
সোনাপুর বাবুর বাড়িতে
রাখতে গেলাম এক পটলা জিনিস..!!
বললাম বাবু অসহায়
জলে ডুবে গেছে বাড়িখানা..!!
কোথায় রাখি জিনিস?
দাও বাছাধন আমার হাতে
জিনিস বুঝে দাও..!!
কি কি জিনিস আছে তোমার কাছে?
মা জননীর সোনার গহনা
বাবার জমির দলিল
সযন্তে থাকবে রাজসিন্ধুকে
খুশি মনে ফেরত আসি
মনে মনে ভাবি..!!
চোর ডাকাতের হাত থেকে
জিনিস হলো রেহাই..
সহসা জেগে উঠলো বাড়ি
আনতে গেলাম জিনিস
চাইলে বলে আমায়..!!
জিনিস রেখেছি এটাই ভালো
আবার কেন ফেরত?
প্রবাদ আছে...
যে করে রক্ষন সেই করে ভক্ষন
কথাটা মিথ্যা না।।