দুবলহাটি রাজবাড়ি
কবি কনক প্রভা বকসী


নওগাঁ দুবলহাটি জেলা শহর নওগাঁ
সেখান থেকে ৬ কিলোমিটার দূরে দুবলহাটি রাজবাড়ি..
প্রায় ২০০ বছরের রাজা হরনাথ রায় চৌধুরীর
আমলে এই প্রাচীন রাজবাড়ী।।


এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে
সব ধসে ধসে পড়ে যাচ্ছে
আর কিছুদিন পর সংস্কার না করলে
ধ্বংসাবশে পরিণত হবে।।


এমন নামিদামী রাজবাড়ী আবার পুনর্জীবিত করার জন্য
সবার সুদৃষ্টি প্রয়োজন,নইলে ইহার অস্তিত্ব হারিয়ে যাবে.. এখন যে কয়দিন ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে
ওই কয়দিনই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে।।


প্রায় ৫৪ জনের হাত বদল হয়েছে
এই জমিদার রাজবাড়ি একের পর
একজন পরিচালনা করেছেন
১৯৫০ সালে রাজপ্রথা বিলুপ্ত হলে...!!
রাজা সপরিবার রাজবাড়ি রেখে ভারতে চলে যান।।


তারপর থেকেই অযত্নে অবহেলায় পড়ে আছে
এই দুবলহাটি রাজবাড়ি
এর মালিকানা এখন সরকার প্রধান।।