দুমুঠো ভাত
কবি কনক প্রভা বকসী


মা যে আমার বেঁচে নাই
চলে গেছে কোভিড ১৯ এর আক্রমণে
ভেবেছিলাম যাবো মায়ের কাছে
সাথে নিয়ে খাবো দুমুঠো ভাত।।


এই দুনিয়ায়...মায়ের মতো আপন কে আছে?
কি এক মরণঘাতী..?
এসে গেলো নিয়ে গেলো আমার মাকে
মাকে আর পাবোনা কোনো দিন।।


বাঁচবো কি নিয়ে..?
কে আমায় আদর দিবে,নিবে আমার খোঁজ
মায়ের কথা মনে হলে, দু চোখে অশ্রু বয়ে পড়ে
কে থামাবে চোখের অশ্রু কে দেবে সান্তনা।।


একে একে সবাই যাবে বাঁচবে কি আর কেউ..?
কার ভাগ্যে কি আছে,ভেবে পায়না কেউ
সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা করি
আর আসবে কি আমার মা নতুন আবার হয়ে।।


এবার আসলে জড়িয়ে ধরে রাখবো নিজের কাছে
যেতে আমি দিবো না
মা ছাড়া আর ভালো লাগার মতো
কিছু কি আছে...?


আমার মা কি ভাবতে পারছে
সেই নাই আর এই দুনিয়ায়
বুঝছে শুয়ে ঘুমায় ঘুমায়
করার কি আর আছে...?