একটা সময় ছিলাম আমি
অনেক দুরন্ত শিশু
এখন আমি হয়ে গেছি
অনেক শান্ত মানুষ।


বয়স বাড়ার সঙ্গে সঙ্গে
সব গেছে পাল্টে
জ্ঞান বেড়েছে বুদ্ধি বেড়েছে
বুঝতে পারছি কোনটা ভালো;
কোনটা মন্দ।


নিয়ম নীতি মেনে চলি
তাই হয় না কোন ক্ষতি
ছোট্ট বেলার দিনগুলির
নাইতো হিসাব জানা।


আর ফিরে না ছোটবেলা
দিনটা বেড়ে সন্ধ্যা হয়
মানুষ যখন বুড়া হয়
ডুবে জীবন প্রদীপ।


কলি থেকে ফুল
ঝড়তে থাকে দিনে দিনে
রঙ বেরঙের ফুলের পাপড়িগুলি।।


তারিখ: ০৬-০৩-২০২৩
সময়: দুপুর ২:০০ টায়
দিনাজপুর।