মনে আছে সামান্য আশা
একটু পেলেই খুশি
শীতের দিনে গরম কম্বল
আর খুঁজে পাওয়া খাবার।


রেল স্টেশনে খোলা আকাশে
কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকে
রাতের বেলা..!!
সকাল হলে চক্ষু মেলে,
বসে ভাবতে থাকে।


আজকে আবার খাবার
জোগাড় করবো কোথা থেকে
কোথা থেকে জোগাড় হয়
নিজেও জানেনা।


প্রতিদিন এইভাবে খাওয়ার
তালিকা যোগাড় হয়ে যায়
উপোস করে থাকতে হয় না
জোটেই কিছু আহার ।


এমনিভাবে কাটে জীবন
থাকা-খাওয়ার ভাবনা ছাড়া
আর কিছুই নাই
বড় কিছু হওয়ার আর
কোন আশা নাই।


আর কি হবে..?
জীবন সন্ধ্যা নেমে আসতে
আর বেশি নাই দেরি
তাই কেটে যাক জীবনখানা,
এমনিভাবে কটা দিন।।


রচনা কাল: ০৭-০১-২০২১
সময়: বিকাল ৫:০০ টায়
দিনাজপুর।