ফিরতে হচ্ছে
কবি কনক প্রভা বকসী


সবুজ শ্যামল গ্রাম বাংলা থেকে
ইট-পাথরের শহরে ঠাই নিয়েছিলেন
অনেকেই উন্নত জীবন যাপন সন্তানের
লেখাপড়ার ব্যবসা-বাণিজ্য চাকরি
অনেক কারণেই শহরে চলে যেতে হয়েছে
ইট পাথরের শহর ছেড়ে আবার
চলে আসতে হচ্ছে।।
করোনা মহামারীর কারণে অর্থনৈতিক সংকট
বাড়িভাড়া যোগান দিতে হিমশিম
তাই জীবনের উন্নত দিনগুলি পিছে ফেলে
হাত গুটিয়ে গ্রামবাংলায় ফিরতে হচ্ছে
না জানি ভাগ্যে আবার কি আছে
এই করোনা কেবল জীবন নেয়না
নানা বিপাকে ফেলেছে ।।
সব যেন বন্যার মতো একাকার করে দিচ্ছে
কবে ইহার সুফল বয়ে আসবে ভেবেই পাইনা।।