গণেশ চতুর্থী
কবি কনক প্রভা বকসী


সনাতন ধর্মে গণেশ পার্বতীর ছোট ছেলে
৫ ই ভাদ্রে চতুর্থ তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা;
ঘরে ঘরে গনেশ পূজা পালন করে..!!
অনেক নামে ডাকে সিদ্ধিদাতা গণেশ গণপতি।
সব মনোবাসনা পূরণ করে,তাই সিদ্ধিদাতা;
চারটি হাত বাহন ইঁদুর মাথাটি হাতির মাথা
আসল মাথা ছিন্ন হলে দেবতার বরে
পুনরায় তাকে নতুন হাতির মাথা গঠন করলে
আবার নতুন জীবন ফিরে আনা হয়।
ছেলেকে রেখে মা পার্বতী স্ন্যানে গিয়েছিলেন;
দরজা খুলতে নিষেধ করেছিলেন..!!
কিছুক্ষন পর ত্রিশূল হাতে একজন এসে
দরজা খুলতে বলে,না খোলার কারণে যুদ্ধ বাঁধে।
ত্রিশূল হাতে যিনি দাঁড়িয়ে ছিলেন
তিনি গলায় ত্রিশূল দিয়ে আঘাত করেন;
ছিন্ন হয়ে যায় গনেশের মস্তক
তিনি শিব তার পিতা।
ছেলের মস্তক ছিন্ন হওয়াতে...
পার্বতী খুব কান্না করতে লাগলেন
দেবতারা বললেন, যত দেবতা আছে
তার মধ্যে এই গণপতির পূজা আগে হবে।
তাই বাংলার ঘরে যত পূজা-অর্চনা হলে
প্রথমে গনেশকে স্মরণ করে
পূজা দেওয়ার পর অন্য দেব-দেবীর পূজা হয়।
চলিতে ফিরিতে সবার মুখে মুখে
কেবল সিদ্ধিদাতা...
গনেশায় নম গণপতি;
নমোঃ নমোঃ নমোঃ..!!


রচনাকাল: ২২-০৮-২০২০