হানা দিয়েছে
কবি কনক প্রভা বকসী


জীবনে অনেক বাধা এসেছে,এই কোভিড ১৯ এসে
যেতে বাধা পড়শীর বাড়ি,যেতে বাধা আত্মীয়র বাড়ি
ঘর থেকে বাহির হতে নিষেধ,বন্দী ঘরে জীবন কাটুক..
এভাবে আর কাটবে কত কাল,কবে হবে কোভিড বিদায়।।


সবকিছু যেন আগের মত,পাই যে মোরা ফিরে
থাকবে না আর কোনো বাঁধা,শান্তি ফিরে এসে যাক
পাখির কলধ্বনি শুনতে যেনপাই,বন্দী ঘরে কিছু দেখিনা..
কেবল দেখি চার দেয়ালে ঘেরা,
হাঁপিয়ে উঠেছে জীবনখানা।।


এভাবে আর কতদিন বাঁচে, শত্রু যদি হানা দেয়
শত্রু দমন এত সহজ নয়
যার কারণে বন্দি ঘরে লুকিয়ে থাকতে হয়
থাকি তবু লুকিয়ে তাও বাঁচুক জীবনটা..।।


"ধন্য হোক দুনিয়া
ধন্য হোক জীবনটা..!"