কবিতার নাম: হাত দুটিতে দাও
কবি কনক প্রভা বকসী


পহেলা বৈশাখ এসেছে
একে অপরকে কিছু দাও
যারা পারেনি আজ মুখের অন্ন জোগাতে
তাদের হাতে তুলে দাও
খাবার সামগ্রী কিছু
দেও তাহা সাদরে
দেখবে প্রভাত হতে না হতে
তোমার ভাণ্ডারে অনেক জমা হয়ে গেছে
সকালে ঘুম থেকে উঠে
ভান্ডারের দিকে তাকিয়ে
চোখ দুটি বড় বড় করে এ কি !!
প্রভুর লীলা সৃষ্টি তাহলে সব বুঝতে পারে
অসীম করুনা তার
আমার প্রিয় মানুষটি অন্তর থেকে
অসচ্ছল ব্যাক্তির হাতে দিয়েছে তুলিয়া
তারে আমি ঢালে দিবো ঢালিয়া
নিয়ে যাবো তোমাকে আমারই কাছে
থাকবে যতনে !!
দানের মতো ধর্ম নাই
কত বুঝাবো তোমাদের
নিজেই বুঝতে শিখো
শান্তি পাবে, করো সবে ঈশ্বর সাধনা
এই জাগতিক পৃথিবীতে ll