নবান্ন দেশের একটি জাতীয় উৎসব
গ্রাম বাংলার ঘরে ঘরে,
আজ পয়লা অগ্রহায়ণ
সবাই নবান্ন উৎসবে মেতে উঠবে।


হেমন্তের পাকা আমন ধান
কেটে আনবে বাড়িতে,
খাবে নতুন সুগন্ধি চালের ভাত
নতুন ধানে আঙ্গিনাটা।


মৌ মৌ গন্ধে ভরে যাবে
আরো খাবে,নতুন ধানের পিঠা পায়েস
ঘটা করেই মেয়ে জামাই আনবে বাড়িতে
স্বজন আপন জনের জন্য নিমন্ত্রণ।


বাঙালি বধূর লোকগীতি গানের সুরে
নতুন ধান ঢেঁকিতে ভানবে
বানাবে হরেক রকমের পিঠা
এই নবান্ন উৎসবে।


চিরদিন প্রকৃতির পরতে পরতে
জড়িয়ে থাকবে এই নবান্ন উৎসব
আজ জাতীয় শিল্পকলা একাডেমিতে;
নানা ধরনের অনুষ্ঠান থাকবে,
নাচ গান আবৃত্তি মধ্যে..!!
উৎসব টা শেষ হবে।।


রচনাকাল: ১৭-০১-২০২০
সময়: দুপুর ১:৩০ টায়
দিনাজপুর।