জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ও তার সপরিবারের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন


জাতীয় শোক দিবস  
কবি কনক প্রভা বকসী


১৫ ই আগস্ট সমগ্র জাতির,একটি শোকের মাস
১৯৭৫ সালে ১৫ ই আগস্ট এই মহান নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে
খুনিদের হাতে নিহত হন।।


ঢাকা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে
১৫ ই আগস্ট একটি কলঙ্কময় দিন
প্রতিবছর ১৫ ই আগস্ট এলে সমগ্র জাতিকে
মনে করে দেয়, এই ভয়াবহ দিনের কথা।।


শোক দিবস পালন করেন তার প্রতিকৃতিতে
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়,জাতির পিতাকে
১৫ ই আগস্ট  সরকারি ছুটি পালন করে থাকে
দেশের সবকিছু বন্ধ রাখা হয়।।


সবাই যেন তাকে শ্রদ্ধাভরে জ্ঞাপন করতে পারে
জাতির জনক বঙ্গবন্ধু আজ সবার অন্তরে বিরাজমান
তিনি একটি স্বাধীন দেশ দেখিয়েছেন বাঙালি জাতিকে
সব বাঙালি জাতি আজ শান্তিতে বসবাস করছেন।।


কবি অন্নদাশঙ্কর রায়ের কথায়...
যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।


রচনাকাল : ১৬/০৭/২০২০খ্রিঃ।


( উৎসর্গঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ )