জেলের সম্পদ জাল
কত টানবে জাল
জাল টানলে মাছ উঠে
মাছটা তাঁর রুজি আনে।


জেলে অনেক কায়দা আনে
তাই মাছটা ধরতে জানে
জেলের জলে আটকা পড়ে
ঝাঁকে ঝাঁকে উঠতে থাকে।


বাঙালি কিনে ঘরে ঘরে
ঝাঁপি ভর্তি মাছ
খাই যে বাঙালি মনটা ভরে
বলে ওগো সোনার দেশ
এই বাংলাদেশ।


যার কারণে পেলাম আজ
ভর্তি ভর্তি মাছ..!!
দেশে আছে অনেক মাছ
অভাব নাই  কোনো কালে।


আছে নদী পদ্মা যমুনা
হাওর-বাওর খাল-বিল
চলতে থাকে চলনবিল
নদীর জোয়ার কেমনে আসে,
বর্ষা মাসে জল আসিলে;
খরাতে মরে যায়
বর্ষাকালে জীবিত হয়।।


তারিখ: ০২-০৩-২০২২
সময়: রাত্রি ৮:০০ টায়
দিনাজপুর।