ঝাঁকের পাখি উড়ছে ঝাঁকে
বসছে গিয়ে ডালে
কিচিরমিচির শব্দ করে
বুঝছে তাঁরা নিজেই।


চারিদিকে তাকিয়ে দেখে
কোথায় আছে আহার
একটু পেলে খেতো তাঁরা
ক্ষুধা থেকে মুক্তি পেতো।


পায় না খুজে খাবার
উড়তে থাকে ঝাঁকে ঝাঁকে
পেলো তাঁরা শস্য ক্ষেতের মাঠ
বসলো তাঁরা ঝাঁকে ঝাঁকে।


খাচ্ছে বসে তৈরি ফসল
জানতে পারলে ক্ষেতের মালিক
ধরবে তাদের তেরে..!!
ক্ষেতের মালিক জানতে পাই না।


খাচ্ছে বসে মনের সুখে
পেটটি ভরে খেয়ে
তাঁরা উড়াল দিলো আবার
এবার তাঁরা পৌঁছে যাবে।


নিজ নিজ বাসায়
চুপ হয়ে থাকবে তাঁরা
সারা রাত্রি ধরে..!!
ভোর হলে উঠবে জেগে
মানুষ ওঠার আগেই;
পাখির ‌শব্দে ঘুম ভাঙবে
উঠবে মানবজাতি।।


তারিখ:১৭-১২-২০২১
সময়: রাত্রি ১২:৩০ টায়