ঝড় বয়ে যায়
কবি কনক প্রভা বকসী


ঝড় বয়ে যায়
পৃথিবীর উপর দিয়ে..!!
আর মৃত্যু হয়ে যায়
জীবনের উপর দিয়ে।।


মৃত্যু যখন জীবনকে গ্রাস করে
তারপর ক্ষান্ত হয়..!!
মৃত্যুর ঝড় যখন-তখন আসে
ভালো আছে... জীবের চলাফেরা হাঁটাচলা।।


এমন সময়ে এসেও চুম্বকের মত
ধরে জীবন কেড়ে নেয়..!!
তার কোন জাত নাই,কে মুচি কে ডোম..?
কে চন্ডাল কিছুই দেখেনা।।


এর কেবল পরমাত্মার দিকে নজর
দিন রাত ঘুড়ে বেড়ায়,বিরাম নাই তার...!!
জীবের কর্তব্য তাকে একবার স্মরণ করা
যেকোনো মুহূর্তেসে আসতে পারে।।


হে মানব তুমি জন্মিলে
আবার চলে গেলে আবার আসিলে  
এই কেবল কাজ..!!
সৃষ্টিকর্তা নিয়ে যায় আবার দিয়েও যায়।।