ঝরা পাতা
কবি কনক প্রভা বকসী


গাছের সতেজ পাতা
মাটিতে ঝরে পড়ে
যখন তাঁর আয়ু শেষ
পৃথিবীর সবকিছুই একটা,
সময় জীবন হারায়।


পাতা ঝরলে আবার
নতুন পাতা গজাবে
গাছ সৌন্দর্যে ভরে উঠবে
তাকিয়ে দেখবে বাহ!!


কি সুন্দর রূপ হয়েছে এই বৃক্ষের..?
মানুষ ঝরলে আর ফিরে না
অদৃশ্য হয়ে কোথায় লুকিয়ে যায়
যায় না দেখা।


আসে আবার অন্য মানুষ
অন্য নামটি নিয়ে..!!
কারো সাথে‌ নাই কারো মিল
সবাই যেন একা একা।।


মহামারীতে করেছে একা একা
বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন,
"একলা চলো একলা চলো,
একলা চলো রে"
চলতেই থাকে।


জীবনের কোন কিছু
শেষ হবে না..!!
ধরবে গজাবে এই হলো দুনিয়ার কাজ।।


স্বরবৃত্ত মাত্রা: ৫+৪+৪+৪+৪+৩


রচনাকাল:১০-০৯-২০২০
সময়: রাত্রি ১২:০০