কবিতার নাম: কে থামায় বৃষ্টি?
কবি কনক প্রভা বকসী


টুপুর টুপুর বৃষ্টি পড়ে
ঝড়ো হাওয়া বয়..!!
ঝড় বৃষ্টি থেমে যায়
আকাশ হয় সাদা।
কি অপার করুনা থামায় কে?
ঝড়ো হাওয়া বৃষ্টি...!!
ঈশ্বরের এসে থামিয়ে দেয়।
শক্তি নাহি কারো
করোনা করোনা নিয়ে..!!
বিশ্ববাসীতে চলছে তুলকালাম।
মরছে মানুষ সারি সারি
দমন হচ্ছে নাকো কোন সময়তে
চলতে আছে চলতে আছে।
ডাকো সবে শক্তিধর মহানশক্তিকে..!!
আসবে কাছে করবে দয়া
করোনা চলে যাবে..!!
ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে।
করোনার কথা ভাবো..!
মহানশক্তি ছাড়া কোন উপায় নাই।
সৃষ্টি এসে ধরবে তারে..!!
এক নিমিষে ছেড়ে চলে যাবে।