কবিতার নাম : কি আজব?
কবি কনক প্রভা বকসী


মাটির নিচে লাশের সারি
উপরেতে বাড়ির সারি
কোথায় ফলবে কৃষি পণ্য
খাবে কি মানুষ?
কোটি বছর চলে গেছে
এমনতো হয় নি কোনোদিন
করোনা এতো লাশ করেছে
বিশ্বধরে এই পৃথিবীতে
যেটুকু ভূসম্পদ আছে
সম্পূর্ণটাই লাশে ঘিরে নিবে
মাটির নিচে গাদা গাদা করে
সারি সারি লাশে ভরে যাচ্ছে
শুনলে পারে ভাবতে হবে
কথাটা সত্য হয়
আজব দিন এসে গেছে
এই দুনিয়াতে...