মানবতার জীবন
কবি কনক প্রভা বকসী


মানবের যা প্রয়োজন তা পায় না
খেয়ে না খেয়ে অধ্যাহারে
অনাদরে জীবন কাটে..!!
নিজে পারিশ্রমিক অর্থ থেকে বঞ্চিত থাকে
বাঁচা মরা তার সমান।
তার প্রতি তখন সুনজর আনা দরকার
সুফল বয়ে আনবে এবং
বিষয়টি মীমাংসিত প্রয়োজন।
নইলে তার ভাগ্যে কি হবে..?
মানবতার থেকে মুক্তি পেলে..!!
আবার সে আগের জায়গায় অবস্থান নেবে।