কবিতার নাম: মৃত্যু যায় হেঁটে হেঁটে
কবি কনক প্রভা বকসী


কি এমন আশ্চর্য কথা?
মৃত্যু কেমন হাটে..
হ্যাঁ...মৃত্যু যে হাটে
অদৃশ্য হয়ে মৃত্যুর বিরাম নাই।
মৃত্যুদূত ভয়ঙ্কর দূত
কেউ দেখিনি কোনদিন
গোপনে আসে গোপনে যায়
সাথে করে নিয়ে যায়
পরমাত্মা খানি..!!
শ্যামসুন্দর হেঁটে যাচ্ছেন
সিদ্ধেশ্বরী কালী মন্দিরে..
হঠাৎ তিনি পড়ে গেলেন
জ্ঞান হারালেন।
পথচারী ট্রেনে উঠালেন
অচৈতন্য সর্ব দেহখানি।
খবর পেলো নিয়ে গেল
স্বজন আপনজন..!!
রাখলেন তারে তুলসী মন্দিরে
শেষকৃত্যের জোগাড় হলো
ভস্মিভূত হলেন মহাশ্মশানেতে...!!
হেঁটে হেঁটে পিছে পিছে
জীবনখানি নিয়ে চলে গেলো
বুঝিয়ে দিল মৃত্যু তাহলে...
শ্যামসুন্দরের পিছে পিছেই ছিলো।