নাগপঞ্চমী ব্রত (মনসা পূজা)
কবি কনক প্রভা বকসী


মনসা চতুর্ভুজা, বিষ ধ্বংসকারিণী ও পদ্মাবতী
বাসুকি রাজার ভগিনী মনসা দেবী
শিব এর স্বীকৃতকন্যা,মাতা চন্ডি..!!
স্বামী জরৎকারু।


বসে থাকে পদ্মের উপর
একটি নাগের উপর দাঁড়িয়ে থাকেন
সাতটি গোখরো নাগের ফনা
তার মাথার উপর ছাউনির আকারে বিরাজ করে।


প্রতি শ্রাবন মাসের সংক্রান্তিতে
সনাতন ধর্মবলম্বীরা ঘটা করে
মনসা দেবীর পূজা দিয়ে থাকেন।


দেবী খুব রাগান্নিত
আস্তিক মনসার একমাত্র ছেলে
আস্তিকের নাম নিলে নাগের
কোনো ভয় থাকে না।


মনসার পুজো না দিলে
তার ছেলে আস্তিক কামড়িয়ে
মানুষের প্রাণনাশ করে
যেমনটা করেছিলেন চাঁদ সওদাগরের সব ছেলেকে।


বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ হলে
লোহার বাসর ঘরে রেখেছিলেন
বিশ্বকর্মা এই বাসর ঘর বানিয়েছিলেন
ঘরে বাতাস যাওয়ার জন্য...!!
একটি বিন্দু পরিমান ছিদ্র রেখেছিলেন ।


ছিদ্র দিয়ে প্রবেশ করে
লক্ষিন্দরকে মেরে ফেলে
কলার ভেলায় ভাসিয়ে দেয় নদীতে
স্ত্রী বেহুলা স্বামীকে স্বর্গ থেকে বাঁচিয়ে এনেছিলেন ।


চাঁদ সওদাগর রাগ মাটি করে
মনসা দেবীকে পূজিত করলেন
তারপর থেকেই চাঁদ সওদাগরের
পুত্রদের জীবন ফিরিয়ে দিলেন...!!
তার হারানো সম্পদও ফিরিয়ে দিলেন।


পরিশেষে দেবীর পাদপদ্মে প্রণাম
প্রণাম মন্ত্রঃ
আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তথা।
জরৎকারু মুনে পত্নী মনসাদেবী নমোহস্তুতে।


রচনাকাল: ১৭-০৮-২০২০