শ্রাবণ সংক্রান্তিতে
পঞ্চমী তিথিতে
নাগ পঞ্চমী পূজা
সারাদেশে হয়ে থাকে।


সনাতন ধর্মাবলম্বীরা ঘটা করে
পূজা দিয়ে থাকে
নাগের মা মনসা
তাঁর চার হাত।


সাথে নাগ নিয়ে
পদ্মফুলে বসে থাকে
দেবীকে সন্তুষ্ট করতে
মনসা পূজা দিয়ে থাকে।


চাঁদ সদাগর পূজা না দিয়ে
সপ্ততরী নৌকা নিয়ে
বাণিজ্যে গেলে সব ধন রত্ন
জলে ডুবে যায়।


বাড়িতে ফিরে এসে
ছেলে লক্ষিন্দর নাগের আঘাতে
রাতে মারা যায়
একে একে তাঁর সব ছেলেকে
বিনাশ করে।


ঘটা করে মায়ের পূজা দিলে
সব আবার ফিরে পায়
করজোড়ে দেবীকে অশেষ ভক্তি জানাই


দেবীর প্রনাম মন্ত্র: আস্তিকস্য মুনের্মাতা ভগিনী বাসুকেস্তথা
জরৎকারু মুনেঃ পত্নী মনসা দেবী নমোহস্ততে