নাইওর নিবে কে?
কবি কনক প্রভা বকসী

অদিতি আছে শ্বশুর বাড়িতে
নাইওর নিবে কে..?
পিতা-মাতা চলে গেছে পরজগতে
খবর আমায় কে দিবে..?

আনতে  আসবে কে?
আম পাকলো জাম পাকলো
কাঠাল যাচ্ছে ফুরায়..!!
বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল আষাঢ় হচ্ছে শেষ।

শাওন মাসে এসো তুমি কাঁঠাল খেয়ে যেও
প্রবাদ আছে, না দেওয়া কাঁঠালের শাওন নামটি তার
তাই কি পূরণ হবে?
দেয় না কাঁঠাল বলে,তাই শাওন মাসে দিব।।

খবর পাঠায় ভাই সুরেন্দ্রমোহন কে..?
আমায় নিয়ে যাও...!!
জানো না বোন দেশের খবর।
দেশে মহামারী করোনা এসেছে।।

লকডাউনে বন্দী,ঘরে আছি মোরা সবাই
সবার সাথে মিশতে মানা, বাহিরে যেতেও মানা।
মানুষ থেকে মানুষের রোগ বিস্তার হয় যে অহরহ
ভালো থাকো ছোট বোন, পরের বছর আসুক

তখন তুমি নাইওর আসো..!!
জ্যৈষ্ঠ ফল খেয়ো মজা করে।।